বাংলা৭১নিউজ,(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শাখা ইসলামী ব্যাংক লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বুধবার (১৭ জুন) দুপুরে ব্যাংকটি লকডাউন করা হয়।
এর আগে সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে ভূরুঙ্গামারী শাখা ইসলামী ব্যাংক লকডাউন করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের উক্ত শাখাটি লকডাউন ঘোষণা করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম সায়েম, ওসি মুহা. আতিয়ার রহমান এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারু হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যাংকের কর্মকর্তা আলী আকবর বাদশা ছুটি শেষে গত ৩ জুন তার বাড়ি চট্টগ্রামের পটিয়া থেকে এসে কর্মস্থলে যোগদান করেন। এ সময় তাকে ব্যাংকে আসতে নিষেধ করে কোয়ারেন্টাইনে থাকতে বলে কর্তৃপক্ষ। পরে তিনি অসুস্থতা বোধ করলে ৮ জুন তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (১৬ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বাংলা৭১নিউজ/জেআই