বাংলা৭১নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আমির চরমপন্থি সিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, সদর উপজেলার আলামপুরে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থি সিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আমিরুল ইসলাম আমিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এন