বাংলা৭১নিউজ, কুষ্টিয়া: মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে জাসদ ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে স্থানীয় একটি স্কুল মাঠে একদল শিশু ফুটবল খেলতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের সমর্থকরা তাদের ফুটবল খেলতে বাধা দেয়।
এরই জের ধরে আজ দুপুরে কুর্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জাসদ নেতা ওমর আলীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপের ৩০-৩৫ জন ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটায়।
খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় গ্রুপের অনন্ত ১০ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের বিষয়ে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/বিকে