কুষ্টিয়ায় এবার কলার ফলন বেশ ভালো হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এখানকার কলা। করোনাকালে ব্যাপক চাহিদা থাকায় এবার ভালো ফলন লাভের আশা করছেন কৃষকরা।
কুষ্টিয়ার ৬টি উপজেলায় এবার কৃষকরা সবরি, মেহের সাগন, চাম্পা, মোহনভোগ জাতের কলা চাষ করেছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশক, কলাগাছের সাকার বা পোয়া, মজুরি বাবাদ খরচ পড়েছে ২০ হাজার টাকা। আর কলা বিক্রি করে প্রতি বিঘা জমিতে তারা ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ পাচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবার কলার উৎপাদন ভালো হয়েছে।
এদিকে জেলার কলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে কলা কিনে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম