বাংলা৭১নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহম্মেদকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
তার স্থলে ঝিনাইদহ থেকে রফিকুল ইসলাম নামে এক ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে গত বুধবার দুপুরে আওয়ামী লীগে সদ্য যোগ দেয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠানিক সম্পাদক লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এঘটনায় মিরপুর থানার ওসি কাজী জালালের সহয়তায় জাসদের সন্ত্রাসীরা সাবুকে হত্যা করেছে বলে দাবি করে আসছিল আওয়ামী লীগ নেতারা।
ওসি কাজী জালালকে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটামও দিয়েছিল দলটির নেতারা। প্রত্যাহার না করলে আগামী রোববার হরতালের ঘোষনা দিয়েছিল উপজেলা আওয়ামী লীগ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় রাত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। কোন গ্রেফতার বা আটকও নেই।
বাংলা৭১নিউজ/এম