জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী কুষ্টিয়া পৌর ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ সাম্মিয়ারা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১১ মার্চ) কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আতাউর রহমান আতা কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ছাড়াও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাম্মিয়ারা পারভীন দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন।
একইভাবে আতাউর রহমান আতা জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তির যোগ্য অপরাধ করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং স্ত্রীকে সহায়তা করা ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে তাদের দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এবি