বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রোববার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কুমিল্লা ও সুনামগঞ্জ নির্বাচনে জাসদের একক কোন প্রার্থী ছিল না।
১৪ দলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা ও সুনামগঞ্জ নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী দেয়া হয় এবং জাসদ ১৪ দলের প্রার্থীকেই সমর্থন প্রদান করে।
তারা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ‘জাসদ মনোনীত প্রার্থী শিরীন আখতার’ বলে বিভিন্ন পত্র-পত্রিকায় যে লেখা-লেখি হচ্ছে তা আমাদের নজরে এসেছে।
তারা স্পষ্টভাবে বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাসদের কোন প্রার্থী ছিল না। তারা বিষয়টি সংশোধন করার জন্য পত্র-পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বাংলা৭১নিউজ/এসএস