সহিংসতামুক্ত একটি সুষ্ঠু নির্বাচন নগরবাসীকে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, আচরণবিধি লংঘন করলে কোন অবস্থাতেই কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়ার হুশিয়ারিও দেন তিনি।
রোববার (৮ মে) দুপুরে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন।
শাহেদুন্নবী চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আচরণবিধি লংঘনের দায়ে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্ভাব্য অনেক প্রার্থীকে নোটিশও দেয়া হয়েছে। বিলবোর্ড এবং পোস্টার অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুনজুরুল আলম ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ।
বাংলা৭১নিউজ/আরকে