বাংলা৭১নিউজ,কুমিল্লা : কুমিল্লার লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে স্থানীয় ফেয়ার হেলথ হাসপাতালে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস