বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার শাইলচর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহন ওই ব্যক্তিকে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সকালে দেবিদ্বার উপজেলার শাইলচর এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এনএফ