বাংলা৭১নিউজ, কুমিল্লা : কুমিল্লায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ ভোর পৌনে ৫টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার চকবাজার এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী কনিকা (৩৫), চাঁদপুরের কচুয়ার সোহাগ (৩২), অপর একজনের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মহাসড়কের পদুয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ঘুমন্ত ২ পুরুষ ও এক নারী যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ১০ জন।
আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এম