কুমিল্লার তিতাসে নাসিমা বেগম (৫০) নামে বাকপ্রতিবন্ধী এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ জুলাই) ভোরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা বেগম শোলাকান্দি গ্রামের আলী আজগরের স্ত্রী।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বের হন নাসিমা। এক পর্যায়ে তিনি সেখান থেকে চিৎকার দিতে থাকেন। পরে স্বজনরা গিয়ে দেখেন তার গলাকাটা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে তৎপর রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি