রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূবালী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৪১ রানে গুটিয়ে গেল পাকিস্তান ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫ দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ‘উপদেষ্টা কিংবা সদস্য হইনি বরং দায়িত্ব নিয়েছি’ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোটের জন্য বীরগঞ্জে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ-নেপালের সম্পর্ক বাড়ানো দরকার ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দের আদেশ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইশরাকের কড়া হুঁশিয়ারি ২৫ ফেব্রুয়ারিকে ‌‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা

কুমিল্লায় নিহত সেই কর্মীর বাড়িতে জামায়াত আমির

কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে যাওয়ার পথে কুমিল্লার লালমাইতে যানজটের কবলে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে ছাড়াতে গিয়ে বাসচাপায় নিহত হন কর্মী জসিম উদ্দিন (৫৩)। তার পরিবারকে প্রতিমাসে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর থেকে ফেরার পথে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিহত জসিমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে নিহত জসিমের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতি মাসের ১ তারিখ আমাদের সামর্থ্য অনুযায়ী তার পরিবারের হাতে তুলে দিব। তবে এটা ঠিক, সন্তানদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো না। নিশ্চয়ই সন্তানদের নিয়ে বাবার কিছু স্বপ্ন ছিল এবং তারা দ্বিনি লাইনেই পড়ালেখা করছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আমাদের প্রিয় ভাইয়ের সেই স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করে দেন। আমরা কিছুই করতে পারবো না মাবুদ, আপনি যদি এগুলো কবুল না করেন এবং আমাদের তৌফিক না দেন।

দেশে অন্য ইসলামী দলগুলোর জন্য দোয়া চেয়ে জামায়াত আমির বলেন, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য একসঙ্গে লড়াই করতে পারি।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আমির শফিকুর রহমানের বহরের ৪টি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। এসময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন।

হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শনিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com