বাংলা৭১নিউজ,ঢাকা: কুমিল্লার তিতাসে দিনদুপুরে বিকাশের ৫৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-হোমনা সড়কের উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের টাকা ছিনিয়ে নেয়ার সময় এলাকাবাসী ১৫ লাখ টাকাসহ ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটকরা হলো, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মো.মাঈনুদ্দিনের ছেলে একাধিক মামলার আসামি মো. আল-আমিন (৩৫) ও মজিদপুর গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে অমর চন্দ্র দাস (৩৩)।
এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে নোমান (২০) ও সাইদুল (২২) নামে দুজন সেলসম্যান আহত হন এবং তাদের সঙ্গে থাকা ইউনুছ (২৫), আলমগীর (২০) ও একই নামের আলমগীরসহ (২৫) ৩ সেলসম্যান পালাতে সক্ষম হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ছিনতাইকারী আল-আমিন ও অমরকে আটক করে তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং ১৫ লাখ টাকাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএস