বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকার কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার বরুড়া থানার উপপরিদর্শক মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- হাসিনা বেগম (৩৫), আবুল বাশার (৩৩), আলী হোসেন ও নূরজাহান। শেষে দুজনের বয়স জানা যায়নি। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।