বাংলা৭১নিউজ, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ ভোরে চৌদ্দগ্রাম উপজেলার বর্ধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ফয়সল বলেন, আজ ভোরে এক যুবক বর্ধনবাড়ি গ্রামের সেকান্দর আলীর ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে। সেকান্দর আলীর পরিবার বিষয়টি টের পেয়ে চিৎকার করে। ওই যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধরে তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। সকালে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম