বাংলা৭১নিউজ,কুমিল্লা : কুমিল্লায় প্রবাস ফেরত ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজাকে আটক করেছে। রবিবার বিকালে জেলার বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামে এ ঘটনা ঘটে। অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুমিল্লা মহানগরীর নূরপুর এলাকায়। পূর্ব বিরোধের জের ধরে বিকালে ছুরিকাঘাতে হাসান নামের এক যুবক নিহত হয়েছেন। দুটি ঘটনার মধ্যে ব্যবধান মাত্র আধা ঘণ্টা।
সূত্র জানায়, বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামের আবদুর রবের সাথে তার ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। গত তিন দিন আগে আবদুর রবের ভাই আহাম্মদ আলীর ছেলে (ভাতিজা) মনিরুল ইসলাম সৌদি থেকে দেশে আসেন। এরপর পারিবারিক বিরোধের জের ধরে রবিবার বিকাল ৪টার দিকে চাচার সাথে ভাতিজার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মনির তার চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত আবদুর রবকে স্থানীয়রা উদ্ধার করে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর বিকাল পৌনে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ছুরিকাঘাত করে মনির পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
এদিকে, বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা মহানগরীর নূরপুর বড়বাড়ির মৃত আবদুল হাকিমের ছেলে হাসানকে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/এম