বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ডভ্যান পোড়ানো মামলায় আদালত হাজির না হওয়া আসামির মালামাল ক্রোকের আদেশ জারির তারিখ পিছিয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) এ আদেশ প্রদানের তারিখ ধার্য ছিল। আদালত এ সংক্রান্ত আদেশের জন্য আগামী ১৯ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্য মামলায় জেলে থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। তিনি এ মামলায় হাইকোর্টের দেয়া জামিনে আছেন।
এছাড়া মামলার চার্জশিটভুক্ত আসামি মহিনকে জামিন দেন আদালত।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এসব আদেশ দেন।
আদালত সূত্র ও খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন। পরবর্তীতে এজাহার ও এজাহার বহির্ভূত আরও ১০ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করলে আসামির সংখ্যা ৪২ জনে দাঁড়ায়।
বাংলা৭১নিউজ/এএম