বাংলা৭১নিউজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্টোল বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন।
আগামী ১০ এপ্রিল এই মামলার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস