শ্রমিকদের ভুয়া ভিসা করিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এসপিআরএমের বিশেষ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শহীদুল ইসলাম ওরফে চিটার বাবুল নামে এক বাংলাদেশি ও তার স্ত্রী।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযানে কুয়ালালামপুরের নিজ বাসা থেকে আটক করা হয় শহীদুল ইসলাম বাবুল ও তার স্ত্রী নীলিমাকে। বাবুলের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়।
অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার কয়েকজন দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন কর্মকর্তার সহযোগিতায় হ্যাকিংয়ের মাধ্যমে রিপ্লেসমেন্ট ভিসা করে দিয়েছেন চিটার বাবুল। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ১১৫ নম্বর কাম্পুং পান্দানে তার কার্যালয়ে ভিসা কার্যক্রম চলেছে গত বছরের শেষ থেকে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বর্ণনায় জানা যায়, প্রতিটি ভিসার জন্য ৮ থেকে ১০ হাজার রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বাবুল। ভিসা করার পর ইনডোর্স করার কথা বলে নিয়েছেন আরো দেড় হাজার রিঙ্গিত বা ৩০ হাজার টাকা।
জানা গেছে, শহীদুল ইসলাম বাবুল ও তার স্ত্রী নীলিমা ইসলাম দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে বিশাল অর্থের মালিক হয়েছেন। প্রতারণার এই টাকায় কুয়ালালামপুরে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারা।
২০১৯ সালে কুয়ালালামপুর ঘুরে সরেজমিনে বাবুলের প্রতারণার অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ২০০৭ এ কয়েক হাজার শ্রমিকের সঙ্গে প্রতারণার অভিযোগে আটক হন বাবুল ও তার স্ত্রী। ওইসময় থেকে মালয়েশিয়ায় চিটার বাবুল নামেই পরিচিতি পান শহীদুল ইসলাম বাবুল।
বাংলা৭১নিউজ/এএম