বাংলা৭১নিউজ,(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দু’পক্ষের সংঘর্ষে হুমায়ন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জিল্লু নামে আরও একজন।
বুধবার রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটে।
বৃহস্পতিবার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার দিনগত রাতে দুলালের সমর্থিত হুমায়ন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন। পথে আনসার মেম্বরের সমর্থিত লোকজন তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হুমায়নকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে রাতেই তার অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এমকে