বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফরিদপুরের নগরকান্দায় প্রবাসির স্ত্রীকে পিটিয়ে আহত করেছে দেবর। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে ওমান প্রবাসি মাসুদ মোল্যার স্ত্রী মাকসুদা বেগমকে (২৭) বৃহস্পতিবার সন্ধ্যায় পিটিয়ে আহত করেছে দেবর সুজাত মোল্যা। গুরুত্বর আহত অবস্থায় মাকসুদা বেগমকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাকসুদা বেগমের পিতা নুরুদ্দিন মাতুব্বর নগরকান্দা থানায় অভিযোগ করেছেন। মাকসুদার পিতার বাড়ি ভাঙ্গা উপজেলার সরইবাড়ি গ্রামে।
মাকসুদা বেগম জানান, উপজেলার ছাগলদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে মাসুদ মোল্যা ২০১৫ সালে ওমানে যান। স্বামী মাসুদ বিদেশে যাওয়ার পর থেকে স্ত্রী মাকসুদা বেগম তাদের দুই সন্তানকে নিয়ে ছাগলদী গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে মাকসুদাকে দেবর সুজাত মোল্যা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মাকসুদা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষীপ্ত হয় দেবর সুজাত। বৃহস্পতিবার সন্ধ্যায় মাকসুদা বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় হঠাৎ সুজাত হামলা চালিয়ে মাকসুদাকে এলোপাথারী পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এ ব্যাপারে সুজাত মোল্যার বক্তব্য জানতে তার (০১৯৩৩-১৪৮৯১৩) মোবাইল ফোনে কল করা হলে, তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে শনিবার সকালে বিবাদমান দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ আহত হয়েছে। জমি-জমা নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এলাকা সুত্রে প্রকাশ। আহতদের মধ্যে গুরুতর ৪জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে প্রকাশ গ্রামের দুটি দলে বিভক্ত খলিলুর রহমান হাওলাদার পক্ষীয় সরোয়ার মিয়া ও প্রতিপক্ষ মিজানুর হাওলাদার পক্ষীয় ছালাম মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ সংঘাত চলে আসছিলো। দুটি ধারায় বিভক্ত গ্রামবাসীরা আধিপত্য বিস্তার নিয়ে দু দলের পক্ষ নিয়ে সকাল ১০টার দিকে সংঘর্ষে জরিয়ে পড়ে।সংঘর্ষে গ্রামবাসীরা ঢাল,কাতরা,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। দীর্ঘক্ষন ব্যাপী সংঘর্ষে দু পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলো রিপন(৩২), শিপন(২৫), সরোয়ার মিয়া(৫০), রেজাউল হাওলাদার(২৮),মাসুদ মিয়া(৩০), নুর মোহাম্মদ(৩৮),তাছলিমা বেগম(৩০), বাবুল মিয়া(৪০), জাহিদ (১৬)। এরা সবাই সরোয়ার মিয়ার পক্ষীয় লোকজন। অন্য দিকে মিজানুর হাওলাদারের পক্ষের আহতরা হলো শাহাবুদ্দিন(৩৮) ও লাবলু মিয়া(৩০) গুরতর আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে সরোয়ার মিয়ার পক্ষ নিয়ে পাশ্ববর্তী রশিবপুরা গ্রামের লোকজন বিরোধে জরিয়ে পড়ে। এতে সংঘর্ষে নতুন মাত্রা যোগ হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে পৌছালে বিবাদমান দু পক্ষকের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং দু পক্ষই মামলার পস্ততি নিচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস