বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোরে জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।
তিনি বলেন, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তারা একটি লাইটারেজ ডুবির খবর পান। তার আগেই স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা ১৩ নাবিককে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা গিয়ে তাদের কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।
কুতুবদিয়া লাইট হাউজ থেকে সাত নটিক্যাল মাইল ভেতরে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজটিতে ওই ১৩ নাবিক ছাড়া আরও কেউ ছিল না।
তবে এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা এতে কোনো মালপত্র ছিল কিনা তা জানাতে পারেননি কোস্টগার্ড কর্মকর্তা সাইফুল আবছার।
বাংলা৭১নিউজ/জেএস