কক্সবাজারের কুতুবদিয়ায় কালবৈশাখী ঝড়ের কবল থেকে ক্ষেতের লবণ রক্ষা করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক শিক্ষার্থী। শনিবার (১ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার লেমশীখালীর লবণ মাঠে তিনি মারা যান।
নিহত মুহাম্মদ সোহেল আকবর (১৯) উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ২০২০ সালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।
লেমশীখালীর বাসিন্দা উপজেলা আদালতের আইনজীবী সহকারী হাছান মাহমুদ সুজন জানান, ১৮তম রমজানের সাহরির সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। বৃষ্টি ও ঝড়ের কবল থেকে লবণ রক্ষা করতে সোহেল অন্যদের সঙ্গে লবণের মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে একটি বজ্রাঘাতে মাঠে অচেতন হয়ে পড়ে যান সোহেল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি জালাল উদ্দীন বজ্রপাতে শিক্ষার্থী সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জিকে