রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

কুতুবদিয়ায় প্রাক-বাজেট আলোচনা সভায় বরাদ্দ বৃদ্ধির দাবী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, হাছান কুতুবী, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : জলবায়ু বিপদাপন্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার সব চেয়ে ঝুঁকিপূর্ণ দ্বীপ-উপজেলা কুতুবদিয়ায় ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি হ্রাসে বরাদ্দ বৃদ্ধির’ দাবীতে এক প্রাক বাজেট আলোচনা সভা  মঙ্গলবার উপজেলা পরিষদের কনফারেন্স হলে সম্পন্ন হয়।

জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের (সিএফটিএম) আওতায় সরকারের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা ‘কোস্ট ট্রস্টের’ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সম্প্রতি উপজেলার ৬ ইউপিতে পৃথক পৃথক সভার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক জনপ্রতিনিধিগণের প্রদত্ত চাহিদা-পরামর্শ সমূহ উপস্থাপন করেন প্রকল্পের কক্সবাজার জেলা টিম লিডার মকবুল আহমেদ।

চাহিদা-পরামর্শ সমূহের ওপর যৌক্তিকতা ব্যাখা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহরিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ উপজেলা সিএসও কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছফা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, প্রানি সম্পদ কর্মকর্তা অসীম বরণ সেন, শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায়, কুতুবদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সিএসও কমিটির সোসাল অডিট টিম লিডার এম.হাছান কুতুবী ও ফৈজুল আজিজসহ অনেকে।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আগামী ২০১৮-২০১৯ অর্থ বাজেটে ‘জলবায়ু ট্রাস্ট ফান্ড’ থেকে অগ্রাধিকার ভিত্তিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে বেড়িবাঁধ, প্রয়োজনীয় সংখ্যক সাইক্লোণ সেল্টারসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ চাহিদাপত্র সমূহের ওপর বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে পৌণে দু’লাখ কুতুবদিয়াবাসীসহ গোটা উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সমোপযোগী দাবী বলে মন্তব্য করেন বক্তাগণ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আকবর ডেইল হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ আহমদ, কবি জসিম উদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল, আল-ফারুখ মাদরাসা সুপার মুহাম্মদ মোরশেদুল মন্নান, বড়ঘোপ মাদরাসা প্রভাষক আবুল কালাম আযাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্ম সিরাজদৌল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নন্দ দুলাল সাহা, সমবায় কর্মকর্তা কামাল পাশা, ইউপি প্যানেল চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার, মুহাম্মদ জিয়াউল হক জিয়া, কফিল উদ্দিন, আলহাজ্ব নেজাম উদ্দিন, সিএফটিএম প্রকল্পের ডিস্ট্রিক মনিটরিং অফিসার আবু মুহাম্মদ মেজবাহ উদ্দিন কায়সার, ইউএনও কার্যালয়ের অফিস সুপার চিন্তা হরণ নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোছাইন, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক বেগ নুরুনম্ নাহার সোলতানা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল ইসলাম লালা, ইউপি মেম্বার মহিউদ্দিন কুতুবী, উপজেলা টেকনিশিয়ান মোবারক হোছাইন, সমাজসেবা বিভাগের মুহাম্মদ ইকবাল, সিএসও সদস্য এম.এন.আবচার, সাংবাদিক নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের শাকের উল্লাহ আযাদ, মাধ্যমিক শিক্ষা বিভাগের জামাল হোসেন, মৎস্য বিভাগের এ.কে.খান, সিএসও সদস্য ব্রজ হরি দাশ, আবদুল্লাহ আল-মাহমুদ ও হাছিনা বেগম পমূখ।

 

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com