বাংলা৭১নিউজ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১০টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই বলেন, প্রতিপক্ষের ওপর হামলা মামলার আসামি আব্দুল কাদেরকে রোববার রাতে তাবলেরচর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে আসার পথে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে কাদেরকে ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামসহ দুজন আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এম