সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে ‘শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি’ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন? খাস জমির খোঁজে নির্বাচন কমিশন গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন জাল সনদে চাকরি করে সরকারি বেতন তুলছেন নওগাঁর ১০ শিক্ষক কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলেন বাইডেন জুলাই-আগস্ট গণহত্যা : ১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন

কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কাজ করে যাচ্ছেন ওটিটিতেও। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই তারকা। আছে তার লাখ লাখ ভক্ত অনুরাগীও। তাই প্রায়ই ডাক পান নানা রকম পণ্যের প্রচারে অংশ নিতে।

তেমনি গিয়েছিলেন যমুনা ফিউচার পার্কে একটি শো রুম উদ্ধোধন করতে। কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ না করেই বেরিয়ে যান তিনি।

জানা গেছে, ঘটনাটি ১৬ নভেম্বর শনিবারের। যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাকেও।

এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’

তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।

এ ঘটনা নিয়ে পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com