শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোর স্মৃতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এ কে সরকার শাওন:

বাবার কাঁধে দোল খেতে খেতে
কুমিল্লা থেকে বরিশাল,
শস্য-শ্যামল বিস্তৃত জল,
নদী-বিল খাল আর খাল।

সুগন্ধ্যা, ধানসিঁড়ি আর
বিষখালী নদীর পাড়ে,
প্রিয় ঝালকাঠির স্মৃতিতে আজও
মন আছে ভরে!

স্টেডিয়ামে ফুটবল খেলতাম

স্কুলের ও দলের একাদশে!
সেরা খেলোয়াড় স্বপন কাকু,
শেখাতেন ভালোবেসে!

খাল কাটতে গিয়েছিলাম দূরে
ছাত্র শিক্ষক মিলে,
কিশোর আমিও খাল কেটেছি,
ধানসিঁড়ি নদীর কোলে!

তুলাপট্টির খোকন রুপম
কাপড়িয়া পট্টির নান্না খোকন,
কাঠপট্টির গৌতম নট্ট,
গোপাল আর প্রিয় ইকবাল;
কাসাপট্টির বিপুল গৌতম
সাহাপট্টির রহিম বাচ্চু
আর বনিক নিতাই শ্যামলাল!

আরও কত বাল্যবন্ধু,
ছুটছে তো ছুটছে জনে জনে;
কে কোথায় আছে বিধাতা জানে;
সবাইকে খুব পড়ে মনে।

বন্ধু ইউনুস হারিয়ে গেল

নদীর স্রোতের তোড়ে!
তাঁর হাসির ঝিলিক আজও,
তীর হয়ে বিঁধে অন্তরে!

ভরদুপুরে দলবেঁধে নাইতে নামা,
প্রমত্তা বিষখালীর ডাকঘাটার ঘাটে!
নৌকায় চড়ে হাওয়া হয়ে যাওয়া
বাসন্ডা ও নবদ্বীপের হাটে!

মুকুন্দ স্যারের বেতের বারি,
হাই বেঞ্চে জিভ বের করে,
দাঁড়িয়ে সং সাজা কান ধরে,
কাঠপট্টির বিশাল চরে!
নদীর পাড়ে আমরা সবাই রাজা!

স্কুল ফাঁকি দিয়ে কত কী খেতাম,
নোনতা বিস্কুট চানাচুর ভাজা,
কাউফল ডাব তরতাজা;
আর প্রিয় তিলের খাজা!

ঝালকাঠি পুড়ে ছাই হলো
একাত্তরের এপ্রিলে;
ইছানীল থেকে আমরা দেখলাম
চোখের নোনাজলে!

শীতলাখোল থেকে বাসন্ডা,
ডাকঘাটা থেকে স্টিমার ঘাট,
কত কথা মনে পড়ে।
গাজী রকেট আর অস্ট্রিচের
ভেঁপুর শব্দ ঠাঁই নিয়েছে
আমার মনের নীড়ে!

কত সুর কত গান কত স্মৃতি
হারানো দিনগুলো ঘিরে!
শৈশবের সেই সোনালি দিনগুলো;
ইস যদি আবার আসতো ফিরে!

দিনের পর দিন যায়,
স্মৃতির পরে স্মৃতি,
তবু আজও আগের মতই আছে
কিশোর বেলার স্মৃতি!

বাংলা৭১নিউজ/সি এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com