চট্টগ্রাম মহানগরীর হামিদচর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রিয়াদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় গ্রুপের অনন্ত ৬ জন।
বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাবু (২১), হাসান (২৫), কাশেম (৫৫), সোহেল (২৮), ইলিয়াস (২০) ও রুবেল (৩৫)।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাফা বলেন, রাত দেড়টার দিকে গুরুতর আহতাবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ