বাংলা৭১নিউজ, মো: হেলাল উদ্দিন, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ আসনে সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ ২ আসনে মেজর অব: আখতারুজ্জামান রঞ্জন ও কিশোরগঞ্জ ৩ আসনে করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক ভিপি মো: সাইফুল ইসলাম সুমনের মনোনয়ন জেলা রিটানিং অফিস বাতিল করে দেয়।
এরপর বিএনপির এ তিন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বৈধতার জন্য আপিল করেন। কমিশন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। এ তিনটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বিশেষ করে পাকুন্দিয়া – কটিয়াদীতে ক্ষমতাশীনদের জন্য চ্যালেঞ্জিং হবে এনির্বাচন।
বিএনপি শিবিরে বইছে খুশির জোয়ার।
বাংলা৭১নিউজ/জেএস