বাংলা৭১নিউজ, হেলাল উদ্দিন, নিকলি (কিশোরগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জের বিএনপির
অসংখ্য প্রার্থীদের মধ্যে থেকে গতকাল ঢাকার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে ১২ প্রার্থীর হাতে মনোনয়নের দলীয় চিঠি তুলে দেয়া হয়েছে।
দলের সিদ্বান্তে আরো ৬ জনকে বিকল্প হিসাবে প্রার্থী রাখা হয়েছে। মনোনয়ন পেয়েছেন, কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ-হোসেনপুর) সাবেক ঢাকা স্প্রেশাল জেলা জজ রেজাউল করিম খান চন্নু , উপজেলা চেয়ারম্যান এড: শরীফুল ইসলাম, সাবেক ভিপি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।
কিশোরগঞ্জ ২ ( কটিয়াদী – পাকুন্দিয়া) মেজর আখতারুজ্জামান রঞ্জন ওমোহাম্মদ শহীদুজ্জামান, কিশোরগঞ্জ ৩ ( করিমগঞ্জ – তাড়াইল) এড: জালাল মোহাম্মদ গাউস ও উপজেলা চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
কিশোরগঞ্জ ৪ ( ইটনা, মিঠামইন, অষ্ট্রগ্রাম) খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক জেলা বিএনপির সভাপতি এড: ফজলুর রহমান ও সুরঞ্জন ঘোষ।
কিশোরগঞ্জ ৫ ( নিকলী – বাজিতপুর) বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাবেক প্রয়াত এম,পি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জল।
কিশোরগঞ্জ ৬ (ভৈরব – কুলিয়ারচর) জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম এক মাত্র প্রার্থী।
বাংলা৭১নিউজ/জেএস