বাংলা৭১নিউজ,(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। সোমবার সকাল ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে গৌরাঙ্গ বাজার মোড়ে অবস্থিত মিলন প্লাজার দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ভবনের দ্বিতীয় তলার শোরুমে মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এসবে আগুন লাগায় পুরো ভবন ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। চারপাশ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এম এইচ