বাংলা৭১নিউজ, কিশোরগঞ্জ: জেলার বাজিতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক হত্যা মামলার আসামি নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুদুর আলী রিপন বাজিতপুর উপজেলার দড়ি ঘাগটিয়া গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকালে নরসিংদী জেলার বেলাবো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। ভোরে বাজিতপুরের সাদিরচর গ্রামে পৌঁছলে ফুদুর আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। গুলিতে ফুদুর আলী ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও একটি দেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এসআই ও দুজন কনস্টেবল আহত হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন মোল্লা বলেন, ‘ফুদুর আলীর বিরুদ্ধে বাজিতপুরসহ বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ ১৫ টি মামলা রয়েছে। বুধবার তারা বাজিতপুর থেকে রিপনকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিয়ে সাদীরচরে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। পুলিশও সন্ত্রাসীদের দিকে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।’
বাংলা৭১নিউজ/কেসি