অবশেষে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার।
আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাবিনারা।
এর আগে সাবিনারা জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুসারে এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি তারা।
এরপর বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশ্য সাবিনাদের ফেরার সুযোগ রেখেছিল বাফুফে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অনুশীলনে ফিরলেই সাবিনাদের সঙ্গে চুক্তি করা হবে।