সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

‘কিম জং-উন যুদ্ধ শুরু করেছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুদ্ধ শুরু করেছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সোমবার কিম জং-উনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। একই সঙ্গে উত্তর কোরিয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশীল পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করায় তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে আজ এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদে সোমবারের এ জরুরি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের উদ্যোগে। বৈঠকে অংশ নিয়ে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানান। কিন্তু এর উত্তরে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ধৈর্যের দিন শেষ হয়ে গেছে।

কিম জং-উনকে থামাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতি জোরালো আহ্বান জানান নিকি হ্যালি। আগামী সোমবারের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

কিম জং-উনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ এনে নিকি হ্যালি বলেন, ‘যুদ্ধের মতো কিছুই কখনো আমেরিকা চায় না।’ তিনি যুক্ত করেন, ‘আমরা এখনো তা চাই না। কিন্তু আমাদের দেশের ধৈর্য অসীম নয়। আমাদের মিত্র ও ভূখণ্ড আমরা রক্ষা করব।’

নিকি হ্যালি আরো বলেন, উত্তর কোরিয়ার সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘চপেটাঘাতের শামিল’। যেসব দেশ তাদের সঙ্গে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে ভর্ৎসনা করে তিনি বলেন, তারা উত্তর কোরিয়ার ‘বিপজ্জনক বাসনা’ পূরণে কাজ করছে। উত্তর কোরিয়ার সঙ্গে সব দেশের বাণিজ্য সম্পর্ক বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার পিয়ংইয়ং দাবি করে, তারা তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, যাতে যুক্ত ছিল হাইড্রোজেন বোমা। নিরপেক্ষ সূত্র থেকে হাইড্রোজেন বোমার বিষয়টি পরিষ্কার না হওয়া গেলেও উত্তর কোরিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়, যা থেকে বলা হচ্ছে, তারা সবচেয়ে শক্তিশালী পরীক্ষা চালিয়েছে। এটি ছিল তাদের ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। দক্ষিণ কোরিয়া ও জাপান আতঙ্কে রয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা-ই দেখার বিষয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com