উত্তর কোরিয়ার শাসক কিম জং উন সবসময়ই আলোচিত তার কর্মকাণ্ডের জন্য। তবে এবার তার আলোচনায় আসার কারণ একদমই ভিন্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে কিম জং উনের একটি আবেগি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে কিমের চোখে জল। নিজ হাতেই চোখ মুছছেন তিনি।
মূলত মহামারি করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনসাধারণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার এই শাসক। ক্ষমা চাওয়ার সময় অনেকটাই আবেগি হয়ে পড়েন তিনি।
এ সময় কিম বলেন, উত্তর কোরিয়ার মানুষের প্রত্যাশা মতো আমি কাজ করতে পারেননি। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।
কিম জং উন আরো বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার জন্য দেশের মানুষ আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করেও নাগরিকদের জীবনের সব অসুবিধা কমাতে পারিনি। এর জন্য আমার আফসোস রয়েছে।
বরাবরই বিতর্কিত নেতা হিসেবে দেখা গিয়েছে কিম জং উনকে। খবরের নানান শিরোনামে থাকেন তিনি। সেই কিমের চোখে জল দেখে কিছুটা অবাক গোটা বিশ্ব।
বাংলা৭১নিউজ/এবি