বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কিডনি রোগ নিয়ে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।
কারাসূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে করোনা রোগে আক্রান্ত হয়েছে। ওই কয়েদির বয়স (৬০) বছর। তিনি ঢামেকে থেকে ডায়ালাইসিস করাচ্ছিলেন।
কয়েদির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের পক্ষে ঢামেকে দায়িত্বরত কারারক্ষী শেখ কামাল হোসেন।
শেখ কামাল জানান, ওই কয়েদিকে ৩০ মার্চ কিডনিজনিত রোগের কারণে ঢামেকের নতুন ভবনে ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে হাসপাতালে তার ডায়ালাইসিস করা হত। অনেক দিন ধরে হাসপাতলে আছেন তাই চিকিৎসকরা মনে করেছেন তার করোনা পরীক্ষা করা উচিত। এক পর্যায়ে তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে তারা আজকে (বুধবার) জানিয়েছে তার করোনার রিপোর্ট পজেটিভ।
কারারক্ষী কামাল জানান, চিকিৎসক ও আইইডিসিআরের পরামর্শে তাকে করোনার চিকিৎসা করে এমন যেকোনো একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বাংলা৭১নিউজ/এমআর