বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: স্বাস্থ্যসেবায় বিশ্বে বাংলাদেশ গর্বিত। আর তারই ধারাবাহিকতায় দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা করা সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপির একটি অনন্য মহতি উদ্যোগ। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি পুরোদমে চালু হলে কাহারোল-বীরগঞ্জ উপজেলারসহ আশপাশের উপজেলার লাখো মানুষের হাতের নাগালে চলে আসবে চিকিৎসাসেবা। এতে করে কমে আসবে মানুষের চিকিৎসা ব্যয়। তবে এককভাবে কোনো ব্যক্তির পক্ষে এতো বড় কাজ করা সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। আন্তরিকতাই পারে এই হাসপাতালটিকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করতে।
আজ শুক্রবার সকালে কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন শেষে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম খালিদ এমপি কে এম খালিদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।
সভাপতি বলেন, আমরা কোনো প্রকার লোভ-লালসার উর্ধ্বে সত্যিকার অর্থেই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। আর এলাকার হতদরিদ্র মানুষরা যেন সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা পায় তা নিশ্চিত করা চেষ্টা করেছি। সে মানসিকাতা থেকেই বা ইচ্ছা থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও হাইওয়ে সংলগ্ন কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানটিতেই হাসপাতালটি নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সহযোগিতা পেলে এই দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালটি উত্তরবঙ্গের একটি আধুনিক হাসপাতালে পরিণত হবে।
অন্যান্যের মধ্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীকে এম খালিদ এমপি ও মনোরঞ্জন শীল গোপাল এমপির হাতে দীপ্ত জীবন হাসপাতালের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান করেন বিশিষ্ট ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডি সি রায়।
বাংলা৭১নিউজ/এমএম