বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের সামরিক বাহিনী কাশ্মীরে কার্যত পাকিস্তানের সঙ্গে সীমান্ত বরাবর হামলা চালিয়েছে। ভারতের প্রধান নগরীগুলোতে সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিতেই সেখানে এ অভিযান চালানো হয়।
আজ সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানান।
বিভক্ত কাশ্মীরের কার্যত সীমান্তের উল্লেখ করে সেনাবাহিনীর সামরিক অভিযানের মহাপরিচালক লে. জেনারেল রনবীর সিং বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর কিছু সন্ত্রাসী দল অবস্থান নেয়।’
নয়াদিল্লীতে তিনি সাংবাদিকদের বলেন, বুধবার রাতে এসব অবস্থানে ভারতীয় সেনাবাহিনী সামরিক অভিযান চালায়। এটিকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলা হচ্ছে। সেখানে ভারতীয় বাহিনীর এ অভিযানে সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের অনেক ক্ষতি হয়েছে।
বাংলা৭১নিউজ/এস এন সি