বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেড় শতাধিক।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরের স্বাধীনতাকামীদের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত বুরহান ওয়ানি নিহত হওয়ার পর গত মাসে থেকে কাশ্মীর উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর কাশ্মীরের একাধিক স্থান থেকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয়। বুদগাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল। এ সময় পুলিশ গুলি ছুড়লে মোহাম্মদ মকবুল নামের এক ব্যক্তি নিহত হয়।
একই সময় ওই জেলার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন জহুর আহমদ নামের এক তরুণ। এ ছাড়া বারমুল্লা এলাকায় দানিশ আহমেদ নামে আরেক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫৫ জন বেসামরিক নাগরিক।
সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনীর ২০ সদস্য আহত হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাংলা৭১নিউজ/সিএইস