বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

কাশ্মিরে সংঘর্ষ বিরতি প্রত্যাহার, ফের অভিযান চালানোর নির্দেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মির থেকে সংঘর্ষ বিরতি প্রত্যাহার করেছে। আজ রোববার ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করে গেরিলাদের বিরুদ্ধে ফের অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পুনরায় চালু হয়েছে।

রমজান মাসকে কেন্দ্র করে গত ১৭ মে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরে গেরিলাদের বিরুদ্ধে অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের পর গেরিলাদের বিরুদ্ধে ‘অপারেশন অল আউট’ কর্মসূচি স্থগিত হয়ে যায়। জম্মু-কাশ্মির রাজ্য সরকার ও বিরোধীদলের পক্ষ থেকে সরকারি ওই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়।

রমজান শেষে ঈদের পরেও সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে বিভিন্নমহলে জল্পনা সৃষ্টি হয়েছিল। কিন্তু সম্প্রতি সেখানে গেরিলাদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি।

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী।

রাজনাথ বলেন, ‘উপত্যকায় শান্তির জন্য আমরা ওই ঘোষণা দিয়েছিলাম। পবিত্র রমজান মাসে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমরা নিরাপত্তা বাহিনীকে বলেছি তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিতে চায় তা নিক। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করুক। সরকার উপত্যকায় শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘রমজান মাসে নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু সন্ত্রাসী ও দুর্বৃত্তরা তাদের উসকানি দেয়ার যথাসম্ভব প্রচেষ্টা চালিয়েছে। এখন নিরাপত্তা বাহিনী আগের মতো সন্ত্রাসীদের মোকাবিলা করবে।’

রমজান মাসে সংঘর্ষ বিরতি ঘোষণার পর থেকে ২৯ দিনে ছোটবড় ৫৯টি গেরিলা হামলার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ২০টি গ্রেনেড হামলা হয়। রমজান মাসের আগে বিগত ২৯ দিনে গেরিলা হামলার সংখ্যা ছিল ১৯টি।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এমএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com