বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

কাশিমপুর কারাগারের রক্ষী গুলিতে নিহত, আটক ৩

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রাক অবসরজনিত ছুটিতে থাকা এক সার্জেন্ট ইনস্ট্রাক্টর দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে কিছুদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

নিহত কারারক্ষীর নাম মো. রুস্তম আলী (৬০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার চড়কগাছিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সার্জেন্ট ইনস্ট্রাক্টর ছিলেন এবং গত ৪ নভেম্বর প্রাক অবসরজনিত ছুটিতে (পিআরএল) যান।

কাশিমপুর কারাগার ২-এর জেলার নাসির আহমেদ জানান, কারারক্ষী রুস্তম আলী কারাগারের প্রধান ফটক থেকে আনুমানিক ২৫০ গজ দূরে আহমদ মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকানে বসেছিলেন। এমন সময় তাকে গুলি করে তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

Gazipur51461566262

দুপুর সাড়ে ১২টার দিকে রুস্তম আলীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রঞ্জিত কুমার পাল তাকে মৃত ঘোষণা করেন।

দুপুর পৌনে ২টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আসেন। তিনি নিহতের লাশ দেখেন এবং নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।

এ হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি সংগঠনের হাত আছে কীনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হত্যাকাণ্ডটি ঘটেছে বেলা ১১টা ১০ মিনিটে। এখন পর্যন্ত এটা তদন্তাধীন আছে। পুলিশ এবং র‌্যাব ওই এলাকায় বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পরেই আমরা বলতে পারব এটা কোনো জঙ্গিসম্পর্কিত বিষয়, নাকি অন্য কিছু।

এ ছাড়া গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর সুপার সুব্রত কুমার বালা নিহতের লাশ দেখতে হাসপাতাল মর্গে যান।

download

গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন। এই মুহূর্তে যে তথ্যগুলো আমাদের কাছে আছে তা আমরা খতিয়ে দেখছি। আমি মনে করি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশা করি অল্পসময়ের মধ্যে এটা ডিটেক্টশন করতে পারব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, জিজ্ঞাসবাদের জন্য ফার্মেসির মালিক সাইফুল ইসলাম, নিহতের মেয়ের জামাতা ঝুট ব্যবসায়ী সোহেল রানা ও ছোট ভাই শাহ আলম (৩৫) আটক করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবদুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের বুকে, হাতে এবং গালে ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার জানান, তারা কারাগারের কোয়াটারে বসবাস করেন। সকাল ৯টার দিকে তিনি বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাজার করে বাড়িতে আসেন। আবার সকাল সাড়ে ১০টার দিকে রেশনের চাল বিক্রি করতে বের হয়ে যান।

বাংলা৭১নিউজ/ডিএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com