বাংলা৭১নিউজ, ঢাকা: আগামীকাল শনিবার বিকালে ইমপালস্ হাসপাতাল অডিটরিয়ামে ‘স্ট্রোক: অধিক সচেতনতা এবং দ্রুত চিকিৎসা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্ট্রোকের কারণ, ঝুঁকি, করনীয়, প্রতিরোধ এবং চিকিৎসা যোগ্য এই রোগটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (নিউরোলজিস্ট অ্যান্ড স্ট্রোকের হেড) ডাঃ মো শহীদুল্লাহ (সবুজ)।
আলোচক থাকবেন প্রধান তথ্য কর্মকর্তা মিসেস বেগম কামরুন নাহার, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ জাহীর আল আমিন, বাসস’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ফিরোজ আহমেদ কুরাইশি, বিটিভি’র উপ মহাপরিচালক (প্রোগ্রাম)শ্রী সুরত কুমার সরকার, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ পোষ্ট এর প্রধান সম্পাদক শরীফ শাহাবুদ্দিন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসির শাহরিয়ার জায়েদী, মিলভিক ইন পার্টনারশীপ উইথ রবি আজিয়াটা’র চিফ মেডিক্যাল অফিসার ড. আনোয়ারুল মামুন, মিলভিক ইন পার্টনারশীপ উইথ রবি আজিয়াটার হেড অফ এমএনও শাহরুখুর রহমান খান, বাংলাদেশ পোস্টের উপদেষ্টা সম্পাদক শাহনুর ওয়াহিদ, ইমপালস হাসপাতালের সিওও ডাঃ দবির উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের পরামর্শক অজিত কুমার সরকার, বাংলাদেশ পোস্টের ডেপুটি ম্যানেজিং এডিটর গোলাম শাহনি ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ১৬ তালা বিষিষ্ট এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। চিকিৎসার আধুনিক সকল সুবিধা সম্বলিত এই হাসপাতালটি একটি পূর্নাঙ্গ হাসপাতাল। চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও এই হাসপাতালটিতে সার্বক্ষনিকভাবে রোগীদের সেবায় রয়েছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার।
ইমপালস্ হাসপাতালে যাওয়ার ঠিকানা–৩০৪/ই, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা–১২০৮। হট লাইন ১০৬৪৪, ফোন: ৯৮৩১০৩৪–৪৩। এ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭১৫০১৬৭২৭, ওয়েব: www.impulsehospitalbd.com
বাংলা৭১নিউজ/এসএস