সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কালো কাঁচের মাইক্রোবাসে ফের অপহরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৯ মে, ২০১৯
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: অনুমতিহীন কালো কাঁচের মাইক্রোবাসে ফের অপহরণের ঘটনা ঘটছে। এসব মাইক্রোবাসে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, কোথাও জোর করে মানুষকে তুলে নিতে দেখা গেছে। তবে পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর দাবি, যেসব গাড়িতে কালো কাঁচ লাগানো হয়, সেগুলো বিআরটিএ থেকে ফিটনেস অনুমতি পায় না। স্বচ্ছ কাঁচের গাড়ির ফিটনেস নিয়ে যারা পরবর্তী সময়ে কালো কাঁচ লাগায়, তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেয়।

রাজধানীর মিরপুর ও তেজগাঁও থেকে একমাসের ব্যবধানে দুই প্রকৌশলীকে কালো কাঁচের মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। গত ১ এপ্রিল মিরপুর ডিওএইচএস এলাকার কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সফটওয়্যার প্রকৌশলী কামরুল হাসান। আর কম্পিউটার প্রকৌশলী আতাউর রহমান শাহীনকে ২ মে তুলে নেওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থেকে। প্রথম ঘটনায় পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে। দু’টি ঘটনায় অপহরণকারীরা কালো কাঁচযুক্ত সাদা রঙের মাইক্রোবাস ব্যবহার করে।

আতাউর রহমান শাহীনকে তুলে নেওয়ার ঘটনাটি তেজগাঁওয়ের সড়কের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, শাহীনকে চার জন লোক ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর কালো কাঁচের মাইক্রোবাসটি দ্রুত চলে যায়।

এই দুটি অপহরণের ঘটনার পর ফের কালো কাঁচের মাইক্রোবাস আতঙ্কের কারণ হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, আইন অনুযায়ী কালো কাঁচের মাইক্রোবাস নিষিদ্ধ হলেও গাড়ির মালিকরা প্রায়ই স্বচ্ছ কাঁচ পরিবর্তন করে কালো কাঁচ লাগিয়ে দেন।

এরআগে,  ২০১৩ ও ২০১৪ সালে সারাদেশে কালো কাঁচের মাইক্রোবাসে অপহরণ বেড়ে গেলে ২০১৪ সালের ৬ মে মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো কাঁচ খুলে ফেলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা গাড়িতে বিশেষ করে মাইক্রোবাসে কালো, রঙিন, মার্কারি, অস্বচ্ছ গ্লাস ব্যবহার করছে। বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ওই বছরের ১৪ মে আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট গাড়িতে কালো গ্লাস ব্যবহারে নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা জারি করেন। স্থিতাবস্থা জারির পাশাপাশি আদালত বিআরটিএ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে প্রাইভেট কারে কালো গ্লাস ব্যবহার করা যাবে বলে আদেশ দেন। যে কেউ কালো গ্লাস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিআরটিএ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। ওই আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একসপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তবে গাড়ির মালিক, পুলিশ ও বিআরটিএ—এই আদেশ কেউ মানেনি।

রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ বলেন, ‘আদালতের আদেশ আমাদের পক্ষেই হয়েছিল। তখন কালো কাঁচ ব্যবহার সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছিল। পুলিশ সে অনুসারে পদক্ষেপ নেয়নি। তাই বিষয়টি ওই অবস্থাতেই রয়েছে।’

বর্তমানে রাজধানীসহ সারাদেশে কালো কাঁচের অসংখ্য মাইক্রোবাস ও গাড়ি সড়কে চলতে দেখা যায়। এসব গাড়ির আসল স্বচ্ছ কাঁচ পরবর্তন করে পরবর্তী সময়ে কালো কাঁচ লাগানো হয়েছে বলে মনে করছে বিআরটিএ। এই প্রতিষ্ঠানের পরিচালক (প্রকৌশলী) লোকমান হোসেন উল্লাহ বলেন,  ‘গাড়ি তৈরির সময় যে কাঁচ থাকে, সেই গ্লাস দিয়েই বিআরটিএ থেকে গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র নিতে হয়। কেউ কাঁচ চেঞ্জ করে এলে তাকে ফিটনেস সনদ ও অন্যান্য কাগজপত্র দেওয়া হয় না।’

লোকমান হোসন বলেন, ‘যেসব গাড়িতে কালো কাঁচ দেখা যায়, সেগুলো মালিকদের নিজেদের ইচ্ছায় লাগানো। এসব তারা নিজেরাই করেছেন। আমাদের কাছ থেকে কেউ অনুমতি নিয়ে কালো কাঁচ লাগান না।’

এদিকে, মাইক্রোবাসে কালো কাঁচ থাকলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম। তিনি বলেন, ‘কালো কাঁচের মাইক্রোবাসের বিরুদ্ধে প্রতিদিনই প্রসিকিউশন হচ্ছে।’ এটি চলমান প্রক্রিয়া বলেও তিনি জানান।

বাংলা৭১নিউজ/এস.এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com