বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বিমান উড্ডয়নের বিষয়ে কালোতালিকা থেকে বাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এর ফলে এখন থেকে ইউরোপের আকাশে ইরানের জাতীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’র ফ্লাইট চলাচলে কোনো বাধা থাকলো না।
ইইউ’র পরিবহন কমিশনার ভায়োলেটা বাল্কের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানি বিমানের নিরাপত্তা বিষয়ক মান পরীক্ষা-নিরীক্ষা করে কালোতালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত এপ্রিল মাসে তিনি ইরান সফর করেছেন বলে জানান। সেই সফর ও পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ইরানের বিমানকে ইউরোপের আকাশে চলাচলের অনুমতি দেয়া হচ্ছে এবং এটি তার জন্য খুশির খবর বলে মন্তব্য করেন।
ইরানকে কালো তালিকাভুক্ত করার পর শুধুমাত্র ফ্রান্সে তৈরি এয়ারবাসের বিমান ইউরোপের আকাশে উড়তে পারত। পরমাণু ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানের ওপর অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করার পর ইইউ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইউরোপের আকাশসীমায় ইরানি বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে