বাংলা৭১নিউজ, গাজীপুর : জেলার কালীয়াকৈরে আজ সকালে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে দু’জন মহিলা ও দু’জন শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
কালীয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে সোনাখালী রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দু’জন মহিলা, দু’জন শিশু এবং প্রাইভেট কারের চালকসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হন। তারা তাদের গ্রামের বাড়ি গোলবাতাল থেকে তৃশা মিশন স্কুলে যাচ্ছিলেন।
নিহতরা হচ্ছে- কালীয়াকৈর উপজেলার গোলবাতাল গ্রামের তাহমিনা আখতার (৩৮), তার পুত্র তালহা (১২), লাকি আক্তার (৩৫) এবং তার কন্যা নুরজাহান (৬) ও চালক মিনহাজ উদ্দিন (৩২)।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম রফিক জানান, এই দুর্ঘটনায় ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চল এবং ঢাকার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, আমরা যথাশিগগির ট্রেন চলাচলের জন্য চেষ্টা করছি।
ফলে সিরাজগঞ্জ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনের আটকা পড়েছে।
বাংলা৭১নিউজ/এন