ঝিনাইদহের কালীগঞ্জে খুলনাগামী গোয়ালন্দ নকশীকাথা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেনের ম্যানেজার মো. শাহীন হোসেন। তিনি জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালীগঞ্জ সুন্দরপুর রেলস্টেশনের সন্নিকটে একতারপুর মাঠের মধ্যে ডাম্পার ভেঙে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
এ সময় সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে।
বাংলা৭১নিউজ/আরএস