বাংলা৭১নিউজ, মো আব্দুল মান্নান, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ এলাকার বাসিন্দা নাহিদ আল নোমান (২০) নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সৈনিক গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিখোঁজের পরিবার কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। নিখোঁজ নাহিদ আল নোমান কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার মো.আবু তাহেরের ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায়, নাহিদ আল নোমান চট্টগ্রামের পতেঙ্গা ইউনিটে কর্মরত আছেন।
গত ২২ জুন ঈদের ছুটিতে কালিয়াদহ নিজ বাড়িতে আসেন। ছুটি শেষে গত ১ জুলাই সকাল ৮ টার দিকে বাড়ি থেকে পতেঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরবর্তীতে সে তার কর্মস্থলেও যায়নি এমনকি বাড়িতেও ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার নিকট আতœীয় স্বজন সম্ভাব্য সকলস্থানে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ওই ঘটনায় নাহিদের পিতা আবু তাহের গত ৪ জুলাই কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানান, তার মুঠোনে ট্রাকিং করে তার সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস