গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার হিজতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রীনা বেগম (৩৩) । তিনি ওই এলাকার মিনহাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ফ্রিজে খাবার রাখার সময় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি রিনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পান।
পরে তার চিৎকারে স্থানীয়রা রিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে পাঠায়। কালিয়াকৈর থানার এসআই সহিদুল ইসলাম পিপিএম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে।তবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি