বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ান নেত্রকোনার কালাপানি নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ান নেত্রকোনা অধিনায়ক মোঃ মাহমুদুল হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ান এর লেঙ্গুরা ও খারনৈ বিওপির জোয়ানরা সুবেদার মোকছেদ আলীর নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পিলার ১১৭১/৮ এস ৪ শত গজ অভ্যন্তরে কালাপানি নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় গরু আটক করে।
আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃত গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/বিআর